| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী বিশ্বজয় হাফেজদেরকে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার  সংবর্ধনা


বিশ্বজয় হাফেজদেরকে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার  সংবর্ধনা


রহমত নিউজ     05 September, 2023     09:34 PM    


যুক্তরাষ্ট্রের অরেগান স্টেট অস্ট্রিয়া সিটিতে সদ্য অবস্থিত রাব্বানিয়্যিন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত শেখ আবদুল্লাহ কামেল আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩-এর আসরে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে দুইজন শিক্ষার্থী (ভার্চুয়াল প্লাটফর্মে) অংশগ্রহণ করে বিশ্বের উল্লেখ্যযোগ্য ২০০০ (দুই হাজার) প্রতিযোগীকে পিছনে ফেলে বাংলাদেশ দু’টি বিশ্বজয় তথা প্রথম স্থান অধিকারী হাফিজ মাহমুদল হাসান আশরাফী এবং দ্বিতীয় স্থান অধিকারী হাফিজ আবদুল্লাহ মারুফকে ‘সনদ হস্তান্তর ও সংবর্ধনা’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগ রোডস্থ ঐতিহাসিক খান মোহাম্মদ মৃধা মসজিদ সংলগ্ন মাদরাসা উম্মুল কুরা লি-উলূমিল কোরআন বাংলাদেশ মিলনায়তনে সনদ হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে ও সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক জনাব মাহবুব হোসেন, পিপিএম, (বার) বিপিএম (বার), প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, জামিয়া ইকরা বাংলাদেশের রঈস ও শায়খুল হাদিস মাওলানা আরীফ উদ্দিন মারুফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আনোয়ার ইকবাল সান্টু, মুফতী ফজলুল হক আমিনী রহ. এর সাহেবজাদা মাওলানা আবুল হাসানাত আমিনী, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ-এর মহাসচিব মুফতি আনোয়ারুল হক, বিশিষ্ট লেখক মাওলানা রুহুল আমিন সাদী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুস্তাফিজ রহমানী, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী মাসউদুর রহমান, উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীর উস্তায হাফিজ মাওলানা মইন উদ্দিন লতিফী, দ্বিতীয় স্থান অধিকারীর উস্তায মাওলানা আবদুল কাইয়ুম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ রহমতুল্লাহ নোমান, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর দফতর সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ঢাকুবীসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চলনা করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান।

বক্তারা বলেন, বাংলাদেশের লাল সবুজের পতাকা এই দুজন হাফেজ সারা বিশ্বের কাছে তুলে ধরেছে। ১০০টি দেশের ২০০০ প্রতিনিধিত্বের সাথে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। আমরা চাই তাদের রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ মর্যাদা দেয়া হোক।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা